• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল তুলে নদীর ধারে ফেলে পালালো দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল তুলে নদীর ধারে ফেলে পালালো দুর্বৃত্তরা

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১০:৪৩
  • ৫২৩

---

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর কাজীপাড়া কবরস্থান থেকে এক মৃত ব্যক্তির কঙ্কাল উত্তোলনের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কঙ্কালটি একটি বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা সেটি কবরস্থানের পাশের নদীর ধারে ফেলে রেখে পালিয়ে যায়। সোমবার (৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মৃত কাদের ফকিরের ছেলে হাতেম আলি কঙ্কালটি উত্তোলন করেন। তবে এ ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানা যায়নি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পুনরায় কঙ্কালটি দাফন করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার, জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136170 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 05:09:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group