• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > “খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে” — ফখরুল

“খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে” — ফখরুল

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১০:৪৯
  • ১৮৮

---

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সহজ করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়ার দেশে ফেরা দেশ ও জাতির জন্য এক খুশির বার্তা। বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এদিকে তার আগমনে বিমানবন্দর এলাকায় ভোর থেকে জড়ো হতে থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে তারা সমবেত হন।

এ সফরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার পুত্রবধূ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার এ দেশে ফেরাকে নেতাকর্মীরা আবেগঘনভাবে গ্রহণ করছেন। এতে দলের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136172 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 10:31:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group