• হোম > জাতীয় | বিশেষ নিউজ > দেশে পৌঁছেছেন খালেদা জিয়া

দেশে পৌঁছেছেন খালেদা জিয়া

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১০:৫৪
  • ২০০

---

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে রওনা দিয়ে প্রায় ১১ ঘণ্টা পর দেশে পা রাখলেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন তিনি।

তার আগমন ঘিরে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী খালেদা জিয়াকে বরণ করে নিতে স্লোগান, দলীয় পতাকা ও ব্যানার নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নেন। উপস্থিতদের অনেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। দীর্ঘ চিকিৎসা শেষে একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরলেন।

চিকিৎসা শেষে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের শীর্ষ নেতারা মনে করছেন, এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136175 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 08:41:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group