• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > প্রধান শিক্ষকের কারসাজিতে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর বিষয় পরিবর্তনের অভিযোগ

প্রধান শিক্ষকের কারসাজিতে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর বিষয় পরিবর্তনের অভিযোগ

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১৪:৩৫
  • ৩০৯

---

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে আসমিন সুলতানা অথৈ নামে এক এসএসসি পরীক্ষার্থী হলে গিয়ে জানতে পারে তার বিষয় পরিবর্তন হয়ে গেছে।

পরীক্ষার্থীর আবেদন ছাড়াই কৃষি বিজ্ঞানের পরিবর্তে কি ভাবে গার্হস্থ্য অর্থনীতি হলো, কেন হলো কিছুই জানে না অথৈ। বিষয় পরিবর্তন হওয়ায় পরীক্ষার হলের মধ্যেই সে দিশেহারা হয়ে পড়ে।

আসমিন সুলতানা অথৈয় জানায়, প্রস্তুতি ছাড়াই গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা শেষ করে বাসায় ফিরে জানতে পারে তার আরও একটি বিষয় পরিবর্তন হয়ে রয়েছে। উক্ত বিষয় দুইটি বিদ্যালয়ে না থাকলেও পরীক্ষার্থীর আবেদন ছাড়াই কিভাবে পরিবর্তন হলো তা নিয়ে অবিভাকের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অথৈ আরো জানায়, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে মানবিক বিভাগে সে নিবন্ধন করে। তার পছন্দের বিষয় ছিল কৃষি শিক্ষা ও অর্থনীতি। নবম ও দশম শ্রেণীতেও এ দুইটি বিষয়ে নিয়মিত পাঠ করেছে।

শিক্ষার্থীর অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সাথে এমনটি করা হয়েছে। কারণ হিসেবে অথৈ জানায়, ৫ আাগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রধান শিক্ষক বিদৌরা আক্তারের অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সম্মুখভাগে থেকে আন্দোলন গড়ে তোলে। ফলে ক্ষিপ্ত হয়ে তার শিক্ষা জীবন নষ্ট করার জন্যই প্রধান শিক্ষক এই অমানবিক কাজ করেছে।

শিক্ষার্থী অথৈর পিতা আব্দুল আলিম জানান, ৫ আগষ্টের পর বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিদৌরা আক্তারের অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে আন্দোলন হয় । সে আন্দোলনে তার মেয়ে সমন্ময়কারী হিসাবে নেতৃত্ব দেয় । তখন থেকে বিষয়টি ভালভাবে নেয়নি প্রধান শিক্ষক ।

এ ব্যাপারে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা সত্য নয়। বিষয় পরিবর্তনের ব্যপারে আমি কিছুই জানিনা। কিন্তু কিভাবে এটা পরিবর্তন হলো তার কোন সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, এব্যাপারে আমি অবগত নয়। তবে বিষয়টি খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136179 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 03:02:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group