• হোম > বিশেষ নিউজ | রংপুর > কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১৭:৪৪
  • ৩৫২

---

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রাঘাতের ঘটনায় তিন স্কুলছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী নামাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়া এলাকায় পৌঁছায় তিনজন ছাত্রী। ঠিক তখনই বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়।

তৎক্ষণাৎ এলাকাবাসী তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিদ্যালয় ও পরিবারগুলোতে চলছে শোক ও কান্না। স্কুল কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিবারের প্রতি সমবেদনা জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

প্রাকৃতিক দুর্যোগে এভাবে কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যু পুরো জাতির জন্যই একটি বেদনাদায়ক ঘটনা, বলছেন বিশিষ্টজনেরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136187 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 03:27:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group