• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলা যশোরে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত

আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলা যশোরে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত

  • বুধবার, ৭ মে ২০২৫, ১৩:১৬
  • ২১৬

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়ে থানার ওসি আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে এএসআই লাবলুর রহমানকে গুরুতর অবস্থায় চৌগাছা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত অন্য ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, ওসি আনোয়ার হোসেন, এএসআই মিরাজুল ইসলাম, এএসআই লাবলুর রহমান, কনস্টেবল ভিক্টর ঘোষ, রবিউল ইসলাম, সুলতান আহমেদ ও মেহেদী হাসান।

চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি মাকাপুর গ্রামের সিয়াম (২৩)কে গ্রেপ্তারে অভিযান চালায় এসআই মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল। সিয়ামকে আটকের পরপরই তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে তাকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন জানান, ওসির চোখের কোণে এবং এক সদস্যের মাথায় আঘাত রয়েছে। গুরুতর আহত এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তার হওয়া আসামি সিয়ামকে আমরা ধরতে সক্ষম হয়েছি। তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136205 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 04:28:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group