• হোম > বিনোদন | বিশেষ নিউজ > হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গান বাংলার তাপস

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গান বাংলার তাপস

  • বুধবার, ৭ মে ২০২৫, ১৪:০২
  • ৩৮৫

---

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলশান থানার এক ভ্যানচালককে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গান বাংলার মালিক কৌশিক হোসেন তাপসকে। বুধবার (৭ মে) সকালে চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক এই আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে : আলী রীয়াজ

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যানচালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136207 ,   Print Date & Time: Friday, 12 December 2025, 01:29:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group