• হোম > জাতীয় | বিশেষ নিউজ > টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব

টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব

  • বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ০৯:৩২
  • ৪৯

---

যুক্তরাজ্যের এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের হওয়া মামলার অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গত ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে মামলাটি করেন। মামলায় টিউলিপ সিদ্দিক ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সর্দার মোশারফ হোসেনকে আসামি করা হয়েছে।

দুদক জানিয়েছে, গুলশানের একটি সরকারি প্লট বেসরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের অনুকূলে ‘অনিয়মিতভাবে বরাদ্দ’ করতে সহায়তা করে আসামিরা। এর বিনিময়ে টিউলিপ সিদ্দিক একটি ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

টিউলিপ সিদ্দিকের ঢাকার ধানমন্ডি ও গুলশানের ঠিকানায় পৃথকভাবে পাঠানো নোটিশে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই দিন একই মামলার অপর দুই আসামিকেও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনাকেও তলব করে ৮ মে হাজির হওয়ার নির্দেশ দেয় দুদক।

বিষয়টি ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের রাজনীতিতে সক্রিয় একজন এমপির বিরুদ্ধে নিজ দেশের দুর্নীতির তদন্তে সম্পৃক্ততার বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নজর কেড়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136215 ,   Print Date & Time: Thursday, 8 May 2025, 05:17:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group