• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বাজার খরচ করে ঘরে ফেরা হলোনা ভ্যানচালক কলিমউদ্দিনের

বাজার খরচ করে ঘরে ফেরা হলোনা ভ্যানচালক কলিমউদ্দিনের

  • বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ০৯:৩৭
  • ৬৩৬

---

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

প্রতিদিনের মতো সারাদিন ভ্যান চালিয়ে রোজকার শেষে বিকেলে পরিবারের জন্য বাজার খরচ নিয়ে বাড়ি ফিরছিলেন ভ্যান চালক কলিমউদ্দিন। হঠাৎ মাঝপথে নিজের ভ্যানের চেজিজ এর স্কেল ভেঙে চাকা খুলে সড়কে ছিটকে পড়লে সড়কের অপর দিক থেকে আসা ভুট্টা বোঝায় দ্রুতগামী নসিমন গাড়িটি পৌঁছাতেই মহূর্তেই পৃষ্ট হয় ভ্যানচালক কলিমউদ্দিন।বুধবার (৭ মে) সন্ধ্যা ৬ টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। কলিমউদ্দিন উপজেলার মীরডাঙ্গী পাইকারবস্তি গ্রামের মৃত: খুতখতু রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়,এদিন সন্ধ্যায় ভ্যানচালক কলিমউদ্দিন বাজার করে একাই ভ্যান নিয়ে বাড়ির ফিরছিলেন।

পৌর শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে হঠাৎ তার ভ্যানের স্কেল ভেঙ্গে চাকা খুলে যায় এতে সে পাকা সড়কের উপরে ছিটকে পড়ে। এসময় অপর দিক থেকে আসা দ্রুতগামী ভুট্টা বোঝাই একটি নসিমন গাড়ি সামনে আসলে,মহূর্তেই গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ভ্যানচালক কলিমউদ্দিন মাথা ও চোখে প্রচন্ড আঘাত পায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক সড়কে দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে কলিমউদ্দিনের পরিবারের শোকের ছায়া নেমে আসে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136217 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 07:00:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group