ভারতের হামলার জবাবে সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত সেনার নাম দিনেশ কুমার। এই নিয়ে সীমান্ত সংঘাতে ভারতের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে, যার মধ্যে ১২ জনই বেসামরিক নাগরিক।
বুধবার (৭ মে) রাত ১১টার দিকে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর (হোয়াইট নাইট কোর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ল্যান্স নায়েক দিনেশ কুমারের মৃত্যু নিশ্চিত করে জানান, “তার আত্মত্যাগ জাতির প্রতি চূড়ান্ত দায়িত্ববোধের পরিচায়ক।”
পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধার—এসব এলাকায় মঙ্গলবার রাত থেকে গোলাবর্ষণ চলছে। পাক সেনাবাহিনীর ছোড়া গোলা উত্তর কাশ্মীরের বারামুল্লার গিঙ্গাল গ্রাম পর্যন্ত পৌঁছেছে। এতে ১১ জন আহত এবং কমপক্ষে ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উরির বাসিন্দারা জানান, রাত ১১টা থেকে টানা গোলাবর্ষণ শুরু হলে তারা বাংকারে আশ্রয় নেন। এক বাসিন্দা বলেন, “২০২১ সালের যুদ্ধবিরতির পর এমন ভয়াবহতা আর দেখিনি।” সরকারি সূত্র বলছে, কামালকোট, সালামাবাদ, দাচনা ও গিঙ্গাল—এই এলাকাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের দাবি, এতে তাদের অন্তত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। হামলার পর থেকেই দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই দুদেশের মধ্যে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।