• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > নাহিদ-রিশাদ পাকিস্তান ছেড়ে পৌঁছেছেন দুবাইয়ে

নাহিদ-রিশাদ পাকিস্তান ছেড়ে পৌঁছেছেন দুবাইয়ে

  • শনিবার, ১০ মে ২০২৫, ১০:০৮
  • ১৩

---

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে নিরাপত্তা হুমকির মুখে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান ছেড়ে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতে।

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন হামলার ঘটনার পর ম্যাচ স্থগিত হয় এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত পদক্ষেপ নেয় নাহিদ-রিশাদকে ফিরিয়ে আনার জন্য।

পিএসএল কভার করতে পাকিস্তানে থাকা দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও ওই দুই ক্রিকেটারের সঙ্গে একই ফ্লাইটে দুবাইয়ে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চারজনের একটি ছবিও ছড়িয়ে পড়েছে, যা বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের মনে স্বস্তি এনে দিয়েছে।

প্রথমে ঘোষণা এসেছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হবে। সে অনুযায়ী অন্যান্য বিদেশি খেলোয়াড়দের সঙ্গেও নাহিদ-রিশাদকে দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তারা পিএসএলে খেলা চালিয়ে যাবেন, নাকি সেখান থেকে সরাসরি বাংলাদেশে ফিরবেন—এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি বিসিবি।

এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, “দুই দেশের সামরিক উত্তেজনার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের খেলোয়াড়দের নিরাপদে ফেরানোর চেষ্টা করছি।”

আজ বিকেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136227 ,   Print Date & Time: Saturday, 10 May 2025, 10:20:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group