• হোম > জাতীয় | বিশেষ নিউজ > যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • শনিবার, ১০ মে ২০২৫, ১৬:৩৭
  • ১৬১

---

সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, যমুনা এবং এর আশপাশের এলাকাগুলো— হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড—এ কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞা শনিবার (১০ মে) থেকেই কার্যকর হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136231 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 05:34:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group