• হোম > জাতীয় | বিশেষ নিউজ > জুলাই হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: ড. আসিফ নজরুল

জুলাই হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: ড. আসিফ নজরুল

  • শনিবার, ১০ মে ২০২৫, ১৮:১২
  • ৪১

---

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “যারা এই বর্বর হামলার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, “জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি কাজ করছে। এ কমিটির রিপোর্টের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর সংঘটিত সহিংস হামলা দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই হামলাগুলোকে ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ।

সরকারি সূত্র জানায়, তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই একাধিক প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136241 ,   Print Date & Time: Saturday, 10 May 2025, 11:03:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group