• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

  • রবিবার, ১১ মে ২০২৫, ০৯:১৪
  • ৪৯

---

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতির স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ১টা ৫৫ মিনিটের দিকে তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, একটি হত্যা মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে তিনি এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে। এরপরই ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলেন তার স্ত্রী শারমীন আক্তার তামান্না। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136247 ,   Print Date & Time: Tuesday, 13 May 2025, 11:17:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group