ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :
বেনাপোলে সড়ক দূর্ঘনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সকাল সাড়ে নয়টার সময় যশোর- কোলকাতা মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মটরসাইকেল গ্যারেজের নবীন শ্রমিক।
জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধান বোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী মটরসাইকেল শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে পড়ে গিয়ে চাকায় পিস্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে ফায়ার সার্ভিসের সামনে বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহি ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। পরে, তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত বলে ঘোষণা করেছে।
নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান মহাসড়কে দূর্ঘটনার কবলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত ধানবাহী ট্রাক্টরেরর চালক পালিয়েগেছে, আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।