• হোম > জাতীয় | বিশেষ নিউজ > সন্ত্রাসবিরোধী আইন সংশোধন: সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত

সন্ত্রাসবিরোধী আইন সংশোধন: সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত

  • রবিবার, ১১ মে ২০২৫, ১৮:৪৭
  • ১৩০

---

রাষ্ট্রবিরোধী ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়েছে। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংশোধিত অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন পায়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সারসংক্ষেপ অনুযায়ী, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকলে তাকে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে তফসিলে তালিকাভুক্ত করতে পারে। তবে আগের আইনে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করার নির্দিষ্ট বিধান ছিল না।

এ সংশোধনের মাধ্যমে:সন্ত্রাসে জড়িত কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ রাখা হয়েছে।অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধের কথাও অন্তর্ভুক্ত হয়েছে।সন্ত্রাসী কার্যক্রমের দমন ও প্রতিরোধে অভিযোজনমূলক ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

পরিষদ জানায়, সময়ের প্রেক্ষিতে আইনটি আধুনিক ও কার্যকর করতে এই সংশোধন জরুরি হয়ে পড়েছিল। এতে করে সন্ত্রাসে যুক্ত সংগঠন ও তাদের প্রচার মাধ্যমকে বন্ধ করার আইনি ভিত্তি তৈরি হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136265 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 03:32:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group