• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

  • সোমবার, ১২ মে ২০২৫, ১৭:৩৩
  • ৪২৯

---

সাবেক ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান,“রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, এর বাস্তবায়ন আমাদের দায়িত্ব।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আওয়ামী লীগপন্থি আইনজীবীরা একে “রাজনৈতিক প্রতিশোধ” হিসেবে আখ্যায়িত করেছেন, অন্যদিকে বিরোধী রাজনৈতিক জোটগুলো একে “প্রয়োজনীয় ও সাহসী পদক্ষেপ” হিসেবে দেখছে।

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136276 ,   Print Date & Time: Tuesday, 2 December 2025, 08:40:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group