• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

  • সোমবার, ১২ মে ২০২৫, ১৮:৫৫
  • ৩৫৪

---

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। গত ১১ মে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা বলেন, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রাতে ক্যাম্পে ফিরছিলেন। এসময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। এতে ওই ভাঙা ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার সঙ্গে থাকা আরেক সদস্য আহত হন।

সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে রবিবার দিবাগত রাত ১১ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন, কালবৈশাখী ঝড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136284 ,   Print Date & Time: Thursday, 4 December 2025, 03:25:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group