• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : আসিফ মাহমুদ

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : আসিফ মাহমুদ

  • সোমবার, ১২ মে ২০২৫, ১৯:০৪
  • ১৮৩

---

আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিলেই গ্রেপ্তার করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডসহ পোস্ট করে তিনি লিখেন,“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।”

শেয়ার করা ফটোকার্ডে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়,“ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার।”

গোপনে কেউ বৈঠক, মিছিল বা সমাবেশ করলে সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবে।

শুধু মাঠের কর্মসূচিই নয়, ফেসবুক-ইউটিউবেও কেউ আওয়ামী লীগের পক্ষে পোস্ট, ভিডিও বা মন্তব্য করলেই তাকে গ্রেফতার করা যাবে।

এমনকি বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কথা বললেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি ডিজিটাল পর্যবেক্ষণ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “গণহত্যা মামলায় অভিযুক্ত দলের প্রচার ও সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করতেই এ ধরনের কঠোর নজরদারি।”

সাবেক আওয়ামী লীগ নেতারা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136286 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:48:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group