• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০৮
  • ৩০৮

---

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেছেন মির্জা ফখরুল। ব্যাংককে অবস্থানকালে তার চিকিৎসা হবে রুটনিন আই হাসপাতালে।

তিনি আরও বলেন, ১১ মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চেকআপের পর চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব।

এর আগে, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136293 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 07:30:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group