• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” এবার ঝিনাইদহে

ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” এবার ঝিনাইদহে

  • শনিবার, ১৭ মে ২০২৫, ১৬:৩১
  • ২৫৭

---

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ

বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা-তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহে। জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারে এবারের পর্ব ধারণ করা হচ্ছে। এরই মধ্যে রং-বেরঙে সাঁজানো হয়েছে দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠবে পুরো আয়োজন। গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে। সীমান্তবাসীদের জীবনগাঁথা, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈত্রিক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ ও জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাওড়ের গল্প জায়গা পাচ্ছে “ইত্যাদি”র এবারের পর্বে।

এদিকে ইত্যাদি’র আয়োজনকে ঘিরে ঝিনাইদহ জেলা সহ আশেপাশের জেলা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্বচক্ষে ইত্যাদি দেখতে অধির আগ্রহে আছেন স্থানীয়রা।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “ইত্যাদি” আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হবে।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটির সদস্য হলেন ঝিনাইদহের সাংবাদিক আসিফ কাজল
ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে খুলনা বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটিতে আবারও সদস্য হিসেবে স্থান পেয়েছেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক সাংবাদিক আসিফ ইকবাল কাজল।

শনিবার (১৭ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপন সূত্রে তথ্য নিশ্চিত করা হয়। ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলাম এনডিসি এই অ্যাডহক কমিটি অনুমোদন করেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইমাদুল হক খান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ খান আব্দুর রাজ্জাক (রাজ), জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস, শ্যুটার খন্দকার তুহিন আহমেদ, ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল ইসলাম, আইনজীবী ও সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিহাব এবং জাতীয় দলের সাবেক ফুটবলার মো. মাসুদুর রহমান (টনি)।

পদাধিকার বলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক।

উল্লেখ্য, আসিফ ইকবাল কাজল এর আগেও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং ক্রীড়াঙ্গনে তার সক্রিয় ভূমিকা রয়েছে। আসিফ কাজল পুনরায় এডহক কমিটিতে স্থান পাওয়ায় ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক নব চিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, যুগ্ম সম্পাদক এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ টেলিভিশন মিডিয়ার সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজীব হাসান, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136317 ,   Print Date & Time: Thursday, 10 July 2025, 01:51:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group