• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > সস্ত্রীক কারাগারে আলোচিত মিল্টন সমাদ্দার

সস্ত্রীক কারাগারে আলোচিত মিল্টন সমাদ্দার

  • শনিবার, ১৭ মে ২০২৫, ১৭:২৯
  • ৫৪

---

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর বহুল আলোচিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন।

এর আগে, রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় গত ৬ মে অভিযোগপত্র আমলে নেন আদালত। তবে, আগের দিন মিল্টনের মা মারা যাওয়ায় আদালতে উপস্থিত হওয়ার জন্য সময় চেয়ে আবেদন করা হয়। আদালত সেই আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর আজ (শনিবার) স্ত্রীসহ মিল্টন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব বিষয়টি নিশ্চিত করে।

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গত বছরের ১ মে রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়। পরদিন জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মামলায় মিল্টন সমাদ্দারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে কারাগারে থাকা অবস্থায় মারধরের আরেক মামলায় মিল্টনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।

তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় তার সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136327 ,   Print Date & Time: Monday, 19 May 2025, 11:36:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group