• হোম > ধর্ম | বিশেষ নিউজ > সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার হজযাত্রী, আরও একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার হজযাত্রী, আরও একজনের মৃত্যু

  • রবিবার, ১৮ মে ২০২৫, ১১:১৭
  • ১৯৪

---

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশি ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী। এর মধ্যে সর্বশেষ শনিবার (১৭ মে) পর্যন্ত ১২৪টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে হজযাত্রীদের তালিকায় আরও যুক্ত হলো একটি মৃত্যুর ঘটনা—মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস—এ পর্যন্ত যথাক্রমে ৬২, ৪২ এবং ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। যাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৮৩ জন গেছেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৩৭ হাজার ৮৮ জন বেসরকারি ব্যবস্থাপনায়।

নতুন করে মদিনায় মৃত্যুবরণ করেছেন মো. জয়নাল হোসেন (৬০), যিনি গাজীপুর সদর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান। এর আগে আরও ৬ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন—তাদের মধ্যে ৬ জন পুরুষ, একজন নারী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়।

প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইট যাবে ৩১ মে। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন অনুষ্ঠিত হতে পারে এবারের হজ।

ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে ১০ জুলাই। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনায় হজ অফিস, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136335 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 12:44:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group