• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে খাজা হত্যা ৩৬ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলে খাজা হত্যা ৩৬ জনের বিরুদ্ধে মামলা

  • রবিবার, ১৮ মে ২০২৫, ১৫:৫০
  • ৭২

---

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে খাজা মোল্যা (৪০ নামের যুবক হত্যার ঘটনায় ইউনিয়ন বিএনপি নেতা পলাশ শেখকে প্রধান অভিযুক্ত করে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, শনিবার(১৭ মে) সকালে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার মোল্যা।

এ মামলায় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো:শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,খাজা মোল্যা হত্যা মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে।

খাজা মোল্লা হত্যাকাণ্ডের পরে শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দুইজনকে ঘটনার দিনই গোপালগঞ্জ থেকে আটক করা হয়। তারা এ হত্যা মামলার ১৭ ও ২৭ নং এজাহার নামীয় আসামি। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (মেম্বার) শাহাদুল শেখের সাথে সাবেক ইউপি সদস্য ও ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের বিরোধ চলে আসছিলো। রাজনৈতিক পদ পরিবর্তনের পর বিএনপি নেতা পলাশ শেখ সমর্থিত লোকজনের বিরুদ্ধে শাহাদুল মেম্বার সমর্থিত লোকজনের জমি দখল,গাছ কাটা, জমির ধান জোর পূর্বক কেটে নেয়ার অভিযোগ তোলে কয়েক দফায়।

গত বুধবার (১৪ মে) সকালে উপজেলার কুমোরডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যা নামের যুবককে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136337 ,   Print Date & Time: Monday, 19 May 2025, 02:26:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group