• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৪

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৪

  • সোমবার, ১৯ মে ২০২৫, ১০:২০
  • ১৯৪

---

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

Google Newsএকুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক এবং যাত্রী দেলোয়ারের পরিচয় পাওয়া গেছে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটি দ্রুতগতিতে আসছিল এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সোজাসুজি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136345 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 11:43:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group