রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা মামলায় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকালে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, “আসামি নুসরাত ফারিয়া চলতি বছরের জুলাই-আগস্টে চলা আন্দোলন দমনে ফ্যাসিস্ট গোষ্ঠীকে আর্থিক সহায়তা দিয়েছেন এবং তাদের সহায়তায় ছিলেন।” মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ তাকে মিন্টো রোডে জিজ্ঞাসাবাদ করে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে রাজধানীতে চলা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় নাম রয়েছে। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জনকে।
মামলার বাদী এনামুল হক অভিযোগ করেন, আন্দোলনের সময় সরকারি ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর আসামিরা সরকারপন্থি অবস্থান গ্রহণ করে এবং সরকারের হয়ে কাজ করার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছেন। মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারে থাকা ২৮৩ জন ও আরও কয়েকশ’ অজ্ঞাতনামাকেও বিবাদী করা হয়েছে।