বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নগরভবন ঘিরে রাখা হয়েছে। আজ সোমবার টানা পাঁচ দিনের মতো এই ব্লকেড কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকরা। ফলে নগরভবনের সব ধরনের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগরভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা নগরভবনের মূল ফটকসহ অন্যান্য গেটগুলো তালাবদ্ধ করে রাখায় কোনো সেবাগ্রহীতা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছে না। ফলে সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই।
বিক্ষোভকারীদের দাবি, আদালতের রায়ের ভিত্তিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলেও এখনো তাকে শপথ গ্রহণ করানো হয়নি। যতদিন না তিনি মেয়রের দায়িত্ব পান, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে গেল ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চায়। কিন্তু এখনও শপথ অনুষ্ঠানের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গত ১৭ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে মামলা বন্ধের চেষ্টা করেন। আদালতের সব আইনি প্রক্রিয়া মেনেই আমরা রায় পেয়েছি। এখন শপথ না করানো আদালতের রায়ের অবমাননার সামিল।”
ইশরাক জানান, গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানের উদ্যোগ না নেওয়ায় আন্দোলন ছাড়া তাদের আর কোনো পথ নেই। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।
নগরবাসীর অনেকেই নগরভবনে এসে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, রাজনৈতিক জটিলতার কারণে নাগরিক সেবা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।