রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ সদস্যদের (মেম্বার)অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার(১৯মে)উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত পরিচালনায় বিভিন্ন নীতিমালার উপর ধারনা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দস সামাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন,গ্রাম আদালত সক্রিয় করণ জেলা ম্যানেজার রুবি আকতার,উপজেলা কো-অর্ডিনেটর রাশেদা আক্তার। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম, প্রক্রিয়া এবং আইনি কাঠামো সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিচার সেবা নিশ্চিত করার লক্ষ্যে সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হয়।