• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নাটোরে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নাটোরে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • সোমবার, ১৯ মে ২০২৫, ১৮:০৫
  • ৫২৩

---

নাটোর প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকাল ১০টায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারের প্রধান সড়কে সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ও পরে বিক্ষোভ মিছিল বের হয়ে তা পৌর চত্বরে এসে শেষ হয়।

হেযবুত তওহীদ নাটোর জেলা আমির আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় আমির মসিহ উর রহমান ও সহকারী আমির আশেক মাহমুদ, নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা সহকারী আমির আব্দুস সালাম, বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম প্রমুখ।

রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান তার বক্তব্যে বলেন, গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ঘটনা গোটা মুসলিম বিশ্বের সরকার, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ অন্যান্য মানবাধিবার সংস্থা শুধু দেখেই যাচ্ছে। এখন পর্যন্ত কোনই উদ্যোগ গ্রহণ করেনি। বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহ্র তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। তিনি ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরোচিত গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136372 ,   Print Date & Time: Friday, 17 October 2025, 11:30:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group