• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

  • রবিবার, ২৫ মে ২০২৫, ১৮:১৫
  • ১৬৮

---

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সাত দিনের রিমান্ড আবেদন করে আইভীকে আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, প্রথমত আমাদের আদালতে ঠিকভাবে শুনানি করতে দেওয়া হয়নি। আমরা বলেছি এই মামলার ভিক্টিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তা মেডিকেল সার্টিফিকেটে প্রমাণিত। তাছাড়া ইতিপূর্বে এই মামলায় যারা আসামি হয়েছেন, তাদের কেউই আইভীর নাম বলেননি। মামলায় বাদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামীম ওসমানের গুলিতে মিনারুল নিহত হয়েছেন। এসব যুক্তিতে আমরা রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানাই। কিন্তু আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তাদের নির্দেশেই তাদের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়েছে। হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র গোলাবারুদ কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা জানাসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম।

উল্লেখ্য, গত ৯ মে ভোরে সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় করা পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136390 ,   Print Date & Time: Friday, 1 August 2025, 04:45:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group