• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

  • সোমবার, ২৬ মে ২০২৫, ১৪:০৩
  • ৩২৮

---

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩ জুন সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

সোমবার (২৬ মে) দেশের দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি ছাপানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করলে অভিযোগের বিচার একতরফাভাবে চলবে।

এই পদক্ষেপের পেছনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ, যেখানে ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’—এমন বক্তব্য দেওয়া হয়। ফরেনসিক পরীক্ষায় এটি শেখ হাসিনার কণ্ঠ বলেই শনাক্ত হয়েছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা। অভিযোগ উঠেছে, বিদেশে অবস্থান করে বিচার কাজ প্রভাবিত করার উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিয়েছেন, যা আদালত অবমাননার শামিল।

এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ৩০ এপ্রিল আদালত অবমাননার একটি আবেদন দাখিল করে এবং ২৫ মে আদালত তাকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136394 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 12:33:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group