• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ > সেনা অভিযানে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার

সেনা অভিযানে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার

  • মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৭:৩০
  • ২৫৪

---

বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার পলাতক আসামি সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় টানা তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী ও চিহ্নিত শুটার বিপুকেও আটক করা হয়।

বিশ্বাসযোগ্য একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর সুব্রত বাইনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে ঢাকায় নেওয়া হবে। রাজধানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার গ্রেফতার সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

প্রশাসন ও গোয়েন্দা মহলে সুব্রত বাইনের গ্রেফতারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পেছনে সুব্রত বাইনসহ অন্যান্য পলাতক শীর্ষ সন্ত্রাসীদের সক্রিয় সংশ্লিষ্টতা রয়েছে।

সুব্রত বাইন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযান চলাকালে কালীশংকরপুর এলাকায় নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136398 ,   Print Date & Time: Sunday, 21 December 2025, 12:41:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group