• হোম > জাতীয় | বিশেষ নিউজ > সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি স্থগিত

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি স্থগিত

  • মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৯:০২
  • ২৫৫

---

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত বুধবারের (২৮ মে) বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন,“আলোচনা চলমান থাকায় আমরা আগামীকালের (বুধবার) কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

বৈঠকে সভাপতিত্ব করেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। সরকারের প্রতিনিধি হিসেবে এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা। বৈঠকে আন্দোলনকারীদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে আলোচনা হয়।

ভূমি সচিব সালেহ আহমেদ জানান,“আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উত্থাপিত বক্তব্য ও প্রস্তাবগুলো বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ কিছু বিধান পুনর্বিন্যাস করে সরকারি চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা, পদোন্নতি এবং প্রশাসনিক কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে এসব পরিবর্তনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নামে সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

চলমান এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা শুরু হয়েছে। আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিত করলেও পরিস্থিতি নির্ভর করবে আলোচনার অগ্রগতির ওপর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136400 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 03:21:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group