• হোম > ধর্ম | বিশেষ নিউজ > পবিত্র ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

  • বুধবার, ২৮ মে ২০২৫, ১১:১৯
  • ৫০৬

---

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা চূড়ান্তভাবে জানা যাবে আজ (বুধবার) সন্ধ্যায়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য যাচাই করে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) ও ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতোমধ্যেই জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। একই দিনে ঈদ উদযাপন করবে ইন্দোনেশিয়াও।

বাংলাদেশে আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ৭ জুন (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136408 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 04:32:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group