• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : সারজিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : সারজিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল

  • বুধবার, ২৮ মে ২০২৫, ১৫:৫৪
  • ১১৭

---

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া এক স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবরে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই নোটিশ পাঠিয়েছেন। জবাব না পেয়ে আজ বুধবার (২৮ মে) হাইকোর্টে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সারজিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও নোটিশ গ্রহণের ২ ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃশর্ত ক্ষমা চাইতেও অনুরোধ জানানো হয়েছে। তা না হলে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী।

নোটিশদাতা আইনজীবী মো. জসিম উদ্দিন সংবাদমাধ্যম বলেন, রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে সারজিস আলমকে আদালত অবমাননার অভিযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : সারজিসের বিরুদ্ধে অভিযোগ দাখিল নোটিশে উল্লেখিত তথ্য অনুযায়ী, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়-ডিক্রি ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে গ্রহণযোগ্য নয় বলে হাইকোর্ট ২২ মে সকাল ১১টার দিকে রিটটি সরাসরি খারিজ করে দেন।

নোটিশে বলা হয়েছে, ২২ মে রায় ঘোষণার পর আপনি (সারজিস আলম) ভেরিফায়েড ফেসবুক আইডিতে ১১টা ৪৯ মিনিটের দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন। এই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই স্ট্যাটাসে উল্লিখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। যা দেশের উচ্চ আদালত, যথা-সর্বোচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136426 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 04:18:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group