• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৩:৩০
  • ২৪৩

---

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে জটিলতা ঘিরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) ওপরই ছেড়ে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ বলেছে, সাংবিধানিক কাঠামোর আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই মন্তব্য করেন। শুনানিতে নির্বাচন কমিশনের ব্যাখ্যা শুনে আদালত বলেন, শপথ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কমিশনের সাংবিধানিক এখতিয়ারভুক্ত বিষয়।

এর আগে বুধবার (২৮ মে) ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাই কোর্টে দায়ের করা আবেদন খারিজ হয়। এরপর আবেদনকারী আইনজীবী মামুনুর রশিদ আপিল বিভাগে আবেদন করেন।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আর রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, রিটকারী ব্যক্তি এই বিষয়ে আবেদন করার এখতিয়ার রাখেন না, তাই সেটি সরাসরি খারিজ হয়।

এদিকে, ইশরাকের শপথ দাবি করে তার সমর্থকদের বিক্ষোভ দুই সপ্তাহ ধরে নগর ভবনে নাগরিক সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে সাধারণ নাগরিকেরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এবং আদালতের রায়ের অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, ইশরাক হোসেন ২০২৫ সালের শুরুতে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে বিজয়ী হন। কিন্তু শপথ নিয়ে আইনি জটিলতায় এখনও দায়িত্ব গ্রহণ করতে পারেননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136448 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 01:15:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group