• হোম > ইসলামী দল | বিশেষ নিউজ | রাজনীতি > দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন দায় নেবে না: কড়া বার্তা জামায়াত আমিরের

দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন দায় নেবে না: কড়া বার্তা জামায়াত আমিরের

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৩:৩৩
  • ৭৬৮

---

দলীয় সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলা লঙ্ঘন করে কেউ কোনো কর্মকাণ্ডে জড়ালে তার দায়ভার দল বহন করবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে জামায়াত আমির বলেন, “দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন।”

তিনি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখেই কাজ করতে হবে। এর কোনো ভিন্নতা ঘটলে সংগঠন অবশ্যই ব্যবস্থা নেবে।”

বিশ্লেষকরা মনে করছেন, এই পোস্টের মাধ্যমে দলের ভেতরে মতবিরোধ বা অস্বাভাবিক কর্মকাণ্ডের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে চলমান রাজনৈতিক অস্থিরতা, দলীয় পুনর্গঠন ও নেতৃত্বে আসন্ন পরিবর্তনের প্রেক্ষাপটে এই বার্তা এসেছে।

গত কয়েক মাস ধরেই জামায়াতে ইসলামীতে শৃঙ্খলা রক্ষা এবং সিদ্ধান্তে এককেন্দ্রিকতা বজায় রাখার প্রতি জোর দেওয়া হচ্ছে। এর আগে দলের কিছু কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে পৃথক মত প্রকাশ করায় গোপন সাংগঠনিক তদন্ত চলছিল বলে সূত্র জানিয়েছিল।

দলীয় প্রধানের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সম্ভাবনা আলোচিত হচ্ছে, এবং জামায়াতের একাংশ আন্দোলনমুখী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পক্ষে।

এই পরিস্থিতিতে শফিকুর রহমানের কড়া বার্তা দলকে অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণে রাখার একটি স্পষ্ট প্রয়াস বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136451 ,   Print Date & Time: Thursday, 22 January 2026, 02:33:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group