• হোম > জাতীয় | বিশেষ নিউজ > জাপান সফর শেষে দেশে পথে প্রধান উপদেষ্টা

জাপান সফর শেষে দেশে পথে প্রধান উপদেষ্টা

  • শনিবার, ৩১ মে ২০২৫, ০৯:৪৫
  • ৫৯৪

---

জাপান সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উল্লেখ্য, ড. ইউনূস গত ২৭ মে রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়েন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একাধিক আন্তর্জাতিক সফরে অংশ নিয়েছেন, যা রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে, দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম বিদেশ সফর করেন গত বছরের সেপ্টেম্বরে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে। এরপর নভেম্বরে আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলন এবং ডিসেম্বরে মিশরে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ করেন।

চলতি বছরের জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে অংশ নেন। মার্চে সফর করেন চীনে। এপ্রিল মাসে থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

সফর-পরবর্তী সময়ে ড. ইউনূসের দেশে ফেরার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমে তাঁর সরাসরি অংশগ্রহণ আরও সক্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136459 ,   Print Date & Time: Sunday, 25 January 2026, 09:48:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group