• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ট্রেনে ফিরতি ঈদযাত্রা : আজ ১০ জুনের টিকিট অনলাইনে বিক্রি চলছে

ট্রেনে ফিরতি ঈদযাত্রা : আজ ১০ জুনের টিকিট অনলাইনে বিক্রি চলছে

  • শনিবার, ৩১ মে ২০২৫, ০৯:৫৪
  • ২৭৩

---

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া যাত্রীদের জন্য ফিরতি ট্রেনযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে আজ (শনিবার, ৩১ মে) বিক্রি হচ্ছে ১০ জুনের ট্রেন টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে পুরো ব্যবস্থাটি এবারও শতভাগ অনলাইনভিত্তিক করা হয়েছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদ পরবর্তী সাত দিনের টিকিট নির্ধারিত দিনে বিক্রি করা হবে। সেই অনুযায়ী—

৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে,

১০ জুনের টিকিট বিক্রি চলছে আজ,

১১ জুনের টিকিট ১ জুন,

১২ জুনের টিকিট ২ জুন,

১৩ জুনের টিকিট ৩ জুন,

১৪ জুনের টিকিট ৪ জুন,

এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি করা হবে।

রেলওয়ে জানায়, ঈদ পরবর্তী এ বিশেষ ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময়ই উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। যাতে করে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে নেওয়া হয়েছে অনলাইনকেন্দ্রিক এই বিশেষ উদ্যোগ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136461 ,   Print Date & Time: Tuesday, 9 September 2025, 02:24:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group