• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

  • শনিবার, ৩১ মে ২০২৫, ১৭:৫৪
  • ১৭৩

---

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ জুন বিএনপিকে আলোচনার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন।

সালাহউদ্দিন বলেন,“প্রধান উপদেষ্টা আমাদের আলোচনা করতে ডেকেছেন—এটা নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু আমরা বারবার দেখেছি, তারা যতটা আলোচনার কথা বলেন, বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। আনুষ্ঠানিকতা থাকলেও কাজের কাজ কিছুই হয় না।”

তিনি আরও অভিযোগ করেন,“নির্বাচন নিয়ে সংস্কারের নামে শুধু ‘কলা ঝুলানো’ হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে—এটা জনগণের দাবি। ডিসেম্বর পার হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার যদি এর পক্ষে কোনো যুক্তি দেয়, তাহলে তা প্রকাশ করুক।”

বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিদেশি এজেন্ট হওয়ার অভিযোগেরও তীব্র প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন বলেন,“১৭ বছরের ত্যাগের প্রতিদান আজ আমরা পাচ্ছি ষড়যন্ত্রের মাধ্যমে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই এসব অপপ্রচার চালাচ্ছে।”

তিনি হুঁশিয়ার করেন, ফ্যাসিবাদের ফাঁদে ফেলে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে, যা সফল হতে দেওয়া যাবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136475 ,   Print Date & Time: Saturday, 19 July 2025, 05:20:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group