• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > রোববার শেখ হাসিনার বিচারকাজ সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

রোববার শেখ হাসিনার বিচারকাজ সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

  • শনিবার, ৩১ মে ২০২৫, ১৯:২১
  • ৪১০

---

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে রোববার (১ জুন)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদিন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।

গুরুত্বপূর্ণ এ বিচার কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে দেশের জনগণ সরাসরি আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করতে পারবেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালতের সম্মতিতে পুরো শুনানির আয়োজন সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তা ও কারিগরি প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

এই প্রথমবারের মতো কোনো উচ্চ প্রোফাইল রাজনৈতিক নেতার মামলার অভিযোগ গঠন সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে, যা বিচারিক স্বচ্ছতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136481 ,   Print Date & Time: Saturday, 13 December 2025, 08:01:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group