• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > বৈষম্যবিরোধী নেত্রী বৈশাখীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

বৈষম্যবিরোধী নেত্রী বৈশাখীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

  • রবিবার, ১ জুন ২০২৫, ১০:৫৩
  • ৪৮০

---

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বৃষ্টি’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ মে) তাকে প্রত্যাহার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার উপর বৈশাখী ইসলাম বৃষ্টির ওপর হামলা চালানো হয়। এর আগে তিনি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দিয়ে ফেরার পথেই তিনি হামলার শিকার হন।

এই ঘটনার খবর পেয়ে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আন্দোলনের মূখ্য সংগঠক শাহ মো. আরাফাত বলেন, খবর পাওয়ার ২০-২৫ মিনিটের মধ্যে আমরা সেখানে উপস্থিত হই। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে আমাদের ওপরও হামলা চালানো হয়, কিন্তু প্রশাসনের কোনো সাড়া মেলেনি।

তিনি আরও বলেন, আমরা যখন রাজপথে আন্দোলন করি, তখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। অথচ কেন্দ্রীয় নেতারা এসি গাড়ি ও পুলিশ প্রটেকশন নিয়ে চলাফেরা করেন। এটি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানী।

উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানায় ওসি হিসেবে যোগ দেন। বৃষ্টির ওপর হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে ক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই তার প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136490 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 10:13:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group