• হোম > খেলা | ফুটবল | বিশেষ নিউজ > ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি

  • রবিবার, ১ জুন ২০২৫, ১১:৩৬
  • ১৪১

---

১৯৯৩ সালের পর মিউনিখ শহর আবারও ফরাসি ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে রইল। শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে মৌসুমের ‘ট্রেবল’ শিরোপাও।

লিওনেল মেসি, নেইমার আর এমবাপের স্বপ্ন পূরণ করতে না পারা পিএসজি এবার নিজেদের গড়া নতুন জেনারেশন—ডেম্বেলে, হাকিমি, ভিতিনহা, কাভারাৎসখেলিয়া ও দিজেরে দুয়েদের হাত ধরেই ইউরোপের সর্বোচ্চ ক্লাব ফুটবল শিরোপা ঘরে তোলে। পুরো ম্যাচে ইন্টার মিলান গোলমুখে প্রথম শট নেয় ম্যাচের ৭৪ মিনিটে, অথচ তার আগেই চার গোল আদায় করে নেয় পিএসজি।

ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণের দিক থেকে আধিপত্য দেখায় লুইস এনরিকে’র দল। ১২ মিনিটে ভিতিনহার পাস থেকে গোল করেন হাকিমি, আর ২০ মিনিটে নিজেই স্কোরশিটে নাম লেখান দিজেরে দুয়ে। বিরতির আগেই পিএসজি ২-০ গোলে এগিয়ে যায়।

বিরতির পর ৬৩ মিনিটে ভিতিনহার পাস থেকে তৃতীয় গোল করেন পিএসজির স্ট্রাইকার। ৭৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে সহজ ফিনিশিংয়ে গোল করেন কাভিচা কাভারাৎসখেলিয়া। ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে সেনি মায়ুলুর গোল পিএসজিকে এনে দেয় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ফাইনাল জয়ের রেকর্ড।

ফ্রান্সের ফুটবলে পিএসজির এই অর্জন শুধু তাদের প্রথম ইউরোপিয়ান শিরোপাই নয়, বরং একটি নতুন যুগের সূচনাও। ইউরোপিয়ান ফুটবলে নতুন রাজার নাম এখন প্যারিস সেইন্ট জার্মেইন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136492 ,   Print Date & Time: Saturday, 26 July 2025, 12:07:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group