• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > বড়াইগ্রাম পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

  • রবিবার, ১ জুন ২০২৫, ১৬:১৫
  • ৪৮২

---

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস রোববার সকালে পৌর হল রুমে অনুষ্ঠিত বাজেট সভায় ৫২ কোটি ৭৫ হাজার ৪১২ টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে উদ্ধৃত্ত রাখা হয়েছে ১৭ লক্ষ ৩৪ হাজার ৪৯২ টাকা। বাজেটে রাজস্ব খাতে আয় ৪ কোটি ৯৬ লক্ষ ৩০ হাজার ৪১২ টাকা ও উন্নয়ন খাতে আয় ৪৬ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪ কোটি ৭৮ লক্ষ ৯৫ হাজার ৯১২ টাকা ও উন্নয়ন খাতে আয়ের সম্পূর্ণ অংশ।

বাজেট সভায় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি ইসাহাক আলী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ইমান আলী, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা সভাপতি অমর ডি কস্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136502 ,   Print Date & Time: Thursday, 18 December 2025, 03:48:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group