• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ > জামালপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

জামালপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

  • রবিবার, ১ জুন ২০২৫, ১৬:৩৩
  • ১৭৮

---

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এটি দেশের জ্বালানি খাতে একটি সম্ভাবনাময় সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

রোববার (১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, গত শনিবার রাতে ২,৬০০ মিটার গভীরে খনন শেষে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে সেখানে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) চলমান রয়েছে, যা শেষ হলে গ্যাসের মজুত ও উৎপাদনক্ষমতা নির্ধারণ করা যাবে।

প্রকল্প পরিচালক আরও জানান, এ অনুসন্ধান কূপ খননে প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয় হয়েছে। এটি তিন মাস মেয়াদি প্রকল্প।

উল্লেখ্য, প্রথমবারের মতো ১৯৮০ সালে ওই এলাকায় সিসমিক জরিপে গ্যাসের সম্ভাবনার ইঙ্গিত পায় বাপেক্স। পরবর্তী সময়ে ২০১৪-১৫ অর্থবছরে আরও একবার সিসমিক জরিপ এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে করা হয়। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে খননকাজ শুরু হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, সফলভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের উত্তরাঞ্চলে শিল্পায়ন ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন সবার নজর পরীক্ষামূলক ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে এই গ্যাসক্ষেত্রটি বাণিজ্যিকভাবে কতটা কার্যকর হতে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136506 ,   Print Date & Time: Friday, 25 July 2025, 01:44:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group