• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > সৌদি আরবে ১২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ১২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

  • রবিবার, ১ জুন ২০২৫, ১৮:৫০
  • ২০৬

---

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশজুড়ে পরিচালিত এক সপ্তাহব্যাপী অভিযানে মোট ১২,১২৯ জনকে আটক করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭,১২৭ জন আবাসন আইন, ৩,৪৪১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১,৫৬১ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় ১,১৯৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ান, ৩৪ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টাকালে আরও ৯০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের দায়ে স্থানীয় ও প্রবাসী ১৮ জনকেও আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বর্তমানে গ্রেপ্তার হওয়া ১৯,২৩৮ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ১৭,৯৩০ জন পুরুষ ও ১,৩০৮ জন নারী। ইতোমধ্যে ১৪,০৬৫ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য। ফেরত পাঠানোর চূড়ান্ত অনুমতি পেয়েছেন ১,৫৩৩ জন এবং ১১,০৯৪ জনকে সৌদি আরব থেকে প্রত্যাবাসনও করা হয়েছে।

সৌদি আইনে অবৈধ অনুপ্রবেশ বা সহায়তার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মেনে চলার বিষয়ে বারবার সতর্ক করে আসছে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাসকারী এই মরু রাষ্ট্রে লাখ লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন, যাদের মধ্যে অনেকে নিয়মবহির্ভূত অবস্থানের কারণে এই ধরপাকড়ের শিকার হচ্ছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136510 ,   Print Date & Time: Wednesday, 23 July 2025, 12:27:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group