• হোম > বিশেষ নিউজ | রাজধানী > পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২

পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২

  • রবিবার, ১ জুন ২০২৫, ১৯:১০
  • ৫৬৯

পারভেজ ওরফে বাংলা পারভেজ ও ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বহুল আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পারভেজ ওরফে বাংলা পারভেজ (৩০) ও ইসমাইল হোসেন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৩১ মে) দিবাগত রাতে পল্লবী থানার মিরপুর-১১ এর ডি ব্লকে বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল উদ্ধার করা হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার যুবকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিএনজি বা অটোরিকশায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘুরে বেড়াত। গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আল-আমিন রানা নামে এক যুবককে একা পেয়ে পথরোধ করে তার কাছ থেকে আই ফোন-১৩ মডেলের মোবাইলটি ছিনিয়ে নেয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়।

র‌্যাব আরও জানায়, নজরে আসার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছিনতাইকারীদের দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনতাই করতো। পরবর্তীতে এসব ছিনতাইকৃত মোবাইলফোনের আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136512 ,   Print Date & Time: Thursday, 30 October 2025, 01:34:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group