• হোম > অর্থনীতি | বিশেষ নিউজ > কমেছে ১২ কেজি এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম

কমেছে ১২ কেজি এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম

  • সোমবার, ২ জুন ২০২৫, ১৫:৫১
  • ৩৫০

---

জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ জুন) কমিশনের ঘোষণায় জানানো হয়, ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া, পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারে ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা।

এর আগে, মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা করা হয়েছিল। তখন অটোগ্যাসের দাম নির্ধারিত হয়েছিল ৬৫ টাকা ৫৭ পয়সা প্রতি লিটার।

এদিকে, শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136524 ,   Print Date & Time: Sunday, 14 September 2025, 06:47:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group