• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মারপিটে চালক আহত মধুখালীতে গভীররাতে অটোরিক্সা ছিনতাই

মারপিটে চালক আহত মধুখালীতে গভীররাতে অটোরিক্সা ছিনতাই

  • সোমবার, ২ জুন ২০২৫, ১৮:২২
  • ১৪২

---

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে গভীর রাতে অটোরিক্সা ভাড়া করে নিয়ে ফাঁকা মাঠের ভিতর নিয়ে হাতুরী দিয়ে পিটিয়ে চালককে আহত করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী দল । আহত অটোরিক্সা চালক মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত কেসমত বিশ্বাসের ছেলে মোঃ তারিকুল বিশ্বাস(৪০)।

আহত অটোরিক্সা চালক মোঃ তারিকুল বিশ্বাসের ছোটভাই মোঃ মিজানুর রহমান মধুখালী থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ২৫ মে ২০২৫খ্রি.তারিখ রোববার মধুখালী রেলগেট এলাকা থেকে রাত ২টার দিকে মুখে মাক্স পরা অজ্ঞাত দুই ব্যক্তি উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রামের পশ্চিমপাড়ার কথা বলে ২শ টাকার চুক্তিকে নিয়ে যায়। গন্তব্যে পৌছানোর আগেই আরো ৩জন মাক্স পড়া এগিয়ে এসে রিক্সার গতীরোধ করে রিক্সা রেখে চলে যেতে বলেন। এ সময় আরো দুজন দলে যোগদেন। চালক রিক্সা রেখে যাওয়ার কারন জানতে চাইলে পিছন থেকে একজন হাতুরী দিয়ে আঘাৎ করলে সে জ্ঞান হারিয়ে পড়ে যান। ২৬ মে ২০২৫খ্রি. সোমবার সকালে পরিবার সংবাদ পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

২৬ মে ২০২৫খ্রি. দুপুর আড়াইটার দিকে ফরিদপুর কোতয়ালী থানার এসআই মোঃ আলমগীরহোসেন সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর-রাজকাড়ী মহাসড়কের শীবরামপুর এলাকায় দায়ীত্ব পালনকালে সন্দেহ বসত অটোরিক্সাসহ জিজ্ঞাসাবাদান্তে দুজনকে আটক করেন । আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে মোঃ রানা মোল্যা (৪৩) ও মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রমের মৃত মনির উদ্দিন শেখের ছেলে মোঃ জামাল শেখ (৪২)। আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ৩৭৯/৪১১ধারায় একটি মামলা করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136532 ,   Print Date & Time: Friday, 25 July 2025, 12:25:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group