• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাদকাসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা আটক

মাদকাসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা আটক

  • সোমবার, ২ জুন ২০২৫, ১৮:৪৭
  • ২৪৫

নারায়ণগঞ্জে নিহত আজিমের স্ত্রী দিবা বেগমের আহজারি।

নারায়নগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় মাদকাসক্ত ছেলে আজিম মিয়াকে (৩৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ।

সোমবার (০২ জুন) সকালে উপজেলার দক্ষিণ ঘারমোড়াস্থ নাজিরাপট্টি এলাকায় পারিবারিক কলহের জেরে ধরে এ ঘটনা ঘটে।

নিহত আজিম মিয়া দুই সন্তানের জনক ও ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আটক আনোয়ারা বেগম ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ও নিহত আজিম মিয়ার মা।

অভিযুক্তরা হলেন নিহত আজিম মিয়ার বাবা মোহাম্মদ আলী, তার ভাই দিদার ও অনোয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আজিম একজন মাদকসেবী। তিনি প্রায় সময় মাদক ব্যবসার টাকার জন্য তার বাবা-মাসহ ভাইদের নানাভাবে হয়রানি ও অত্যাচার করত। সোমবার সকালে পারিবারিক নানা বিষয় নিয়ে আজিমের সঙ্গে তার বাবা ও ভাইদের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে বাবা মোহাম্মদ আলী, ভাই দিদার হোসেন ও অনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে আজিমকে বুকে আঘাতসহ মারধর করে। এ সময় শ্বাসরোধ করে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের স্ত্রী দিবা বেগম বলেন, সকালে আমার স্বামীকে তার বাবা ও ভাইয়ের মিলে মারধর করে হত্যা করেছে। আমার স্বামীকে মারধরের সময় আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকেও কিল-ঘুষি মেরেছে। আমি এ ঘটনায় মামলা করব।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, নিহত আজিম একজন মাদকসেবী ছিল। এ নিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো। এর জের ধরে আজ সকালে তার বাবা ও ভাইয়ের সঙ্গে আজিমের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে তাকে মারধর করে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের মাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136539 ,   Print Date & Time: Sunday, 14 September 2025, 07:01:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group